ফেসবুক গুগল বা ইউটিউব এই ধরণের সামাজিক সাইট গুলি সব সময় আপনাকে গোপনে অনুসরণ করেন। আপনার চিন্তা ভাবনার তথ্য এরা গোপনে সংগ্রহ করে তারপরে সেই গুলি তাদের ব্যবসায়ীদের নিকট বিক্রি করে।
সম্প্রতি আমি সিসিটিভি নিয়ে কাজ করার পর আমার সেল ফোনে এসব বিষয় উঠে আসার পরে আমার ইউটিউব এবং ফেসবুকে সিসিটিভির বিজ্ঞাপনে সয়লাব !!
মজার ব্যাপার হল বাংলাদেশে যারা অনলাইনে বিশেষ করে ফেসবুকে পেজ খুলে বিজনেস করেন তাদের অনেকের মধ্য ভয়াবহ একটি চতুরতা কাজ করে ।
তারা গ্রাহক কে কম দামে প্রডাক্ট দিতে নানান চটকদার বিজ্ঞাপন দেন।
খেয়াল করলাম ১০ থেকে ১২ হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরার প্যাকেজে ছবি ও শিরোনামে বেশ কিছু বিজ্ঞাপন আমার টাইম লাইনে ভাসছে।
হাস্যকর এই বিজ্ঞাপন দেখে আমি নিজেই গ্রাহক সেজে কল দিলাম। ওনারা বিজ্ঞাপনে ডাহুয়ার ক্যামেরার ছবি ইউজ করেছেন কিন্তু ফোনে ব্রাণ্ড এড়িয়ে গেলেন!
হার্ডডিস্ক দিতে চাইলেন ৫০০ জিবি !
আমি বললাম হার্ডডিস্ক কি নতুন? উনি বললেন হ্যা তবে ওয়ারেন্টি নেই !! হা: হা:
এরপরে ৪টি ক্যামেরা আর আর ১৬ ইঞ্চি চায়না মনিটরের কথা বললেন।
ইনস্টল খরচ, তারের হিসাব, চার্জার, ভিডিও বেলুন এসব এড়িয়ে গেলেন !
যাইহোক এক পর্যায় আমি তাকে নিজের পরিচয় দিলাম। তখন সে দ্রুত কল কেটে দিল।
আমার এই লেখা যারা পড়েছেন তাদের কাছে অনুরোধ জীবনে যখন যেই পণ্য কিনবেন আগে তার সম্পর্কে জেনে নিবেন।
ব্রাণ্ড, বিক্রয়ত্তোর সেবা। পার্টস পাওয়া যায় কিনা।
পণ্যটি অথরাইজ ডিলার থেকে নেওয়া কিনা মানে কপি কিনা সেটি জেনে নিবেন।
আর প্রয়োজনে কম নিবেন সংখ্যায়, কিন্তু কম দামী নন ব্রাণ্ডের নকল পণ্য কিনবেন না।
আর ভুলেও বিজ্ঞাপনের সকল কিছু বিশ্বাস করতে যাবেন না।
মনে রাখবেন কোন ভাল প্রডাক্ট গাছে ধরেনা, সেটি রিটেইলার কিনে আনেন তাই ৭০% বা ৫০% ছাড়ের গল্প ভুলেও বিশ্বাস করবেন না। কারণ আমরা ব্যবসাই করি ১০% তাহলে ৫০% ছাড় আসবে কিভাবে?
ইলেকট্রিক্যাল প্রডাক্ট কিনার আগে যাচাই করতে
ফোন করুন
০১৮৪০০৮৩৩২২